November 30, 2025

সাহিত্য অকাদেমি পুরস্কার ২০২৪

সোমালিয়া ওয়েব নিউজ: ২০২৪-এর সাহিত্য একাডেমি যুবা যুবা পুরস্কার ও সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাহিত্য একাডেমি জানিয়েছে, বাল সাহিত্য পুরস্কারের জন্য ২৪ জন লেখককে এবং যুবা পুরস্কারের জন্য ২৩ জন লেখককে বেছে নেওয়া হয়েছে , পুরস্কার প্রাপকদের নগদ ৫০ হাজার টাকা এবং একটি তাম্রফলক দেওয়া হবে। মহীদাদুর অ্যান্ডিডোট-উপন্যাসের জন্য বাল সাহিত্য পুরস্কার পেয়েছেন, দিপান্বিতা রায়। গতকাল সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। নিচে প্রাপকদের নাম।

Loading