October 6, 2025

পুরশুড়ায় জোর লড়াই দুই জেলা সভাপতির

সোমালিয়া সংবাদ, পুরশুড়া: আরামবাগ মহকুমার চারটি বিধানসভা আসনের মধ্যে এবার জোর লড়াই হতে চলেছে পুরশুড়া কেন্দ্রে। কারণ এখানে দুই হেভিওয়েট প্রার্থী হলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব এবং আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। তৃতীয় প্রার্থী হিসেবে সংযুক্ত মোর্চার পক্ষে কংগ্রেস প্রার্থী থাকলেও বিজেপি ও তৃণমূলের মধ্যেই এবারের এই লড়াই অন্য রূপ পেতে চলেছে। প্রচারে এই মুহূর্তে তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব অনেকটা এগিয়ে গেছেন। কারণ তাঁদের প্রার্থী তালিকা অনেক আগেই ঘোষিত হয়েছে। তারপর থেকেই তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন। এমনকি মাঠে নেমে লাঙ্গল করতেও নেমে পড়ছেন। যাবার পথে পুকুর ঘাটে স্নানরত বাচ্চা ছেলেদের সঙ্গে গলা মেলাচ্ছেন ‘খেলা হবে’। এককথায় জনসংযোগে ইতিমধ্যেই তিনি সাড়া ফেলে দিয়েছেন। তাই বলে পিছিয়ে নেই বিজেপি প্রার্থী বিমান ঘোষও। তিনিও প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই লড়াইয়ের ময়দানে ঝড় তুলেছেন। তবে তিনি একটু আগিয়ে থেকেই শুরু করেছেন। কারণ গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোটের নিরিখে অনেকটাই এগিয়ে বিজেপি। তাছাড়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তাঁর অনেকটাই সুবিধা করে দিয়েছে। তবে এখনও অনেক পথ বাকি। শেষ পর্যন্ত দুই জেলা সভাপতির মধ্যে কে শেষ হাসি হাসেন সেটাই দেখার।

Loading