সোমালিয়া সংবাদ, আরামবাগ: কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ও নাচগানের মধ্য দিয়ে রোড শো করে মনোনয়নপত্র জমা দিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা করেন। তিনি ছাড়াও এদিন পুরশুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদব এবং গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস মজুমদারও মনোনয়নপত্র জমা দেন। এর আগে এদিন তিনি আরামবাগ বাসুদেবপুর মোড় থেকে রোড শো করে শহরের মধ্য দিয়ে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান। সঙ্গে ছিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন নন্দী, ব্লক তৃণমূল সভাপতি পলাশ রায় প্রমুখ। প্রায় দু কিলোমিটার রাস্তা কর্মী-সমর্থক ও সাধারণ মানুষদের আবেগে ভেসে যান। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ‘খেলা হবে’ গানের তালে তাঁরা অংশগ্রহণ করেন। অন্যদিকে আগেই পৌঁছে গিয়েছিলেন পুরশুড়া ও গোঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা। পাশাপাশি এদিন বিজেপির চার প্রার্থী আরামবাগ কেন্দ্রের মধুসূদন বাগ, পুরশুড়া কেন্দ্রের বিমান ঘোষ, গোঘাট কেন্দ্রের বিশ্বনাথ কারক ও খানাকুল কেন্দ্রের সুশান্ত ঘোষ মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মনোনয়নে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিশাল শোভাযাত্রা করে আরামবাগ দৌলতপুর বিজেপি কার্যালয় থেকে তারা মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান সঙ্গে ছিলেন অসংখ্য কর্মী-সমর্থক তাঁদের নাচ-গান, উচ্ছ্বাসে এদিনই যেন বিজয় মিছিলের চেহারা নেয়।এদিন সেই প্রসঙ্গে সুজাতা মন্ডল বলেন, দিলীপ ঘোষেদের মত মানুষদের গুরুত্ব দেওয়ার কোন মানে হয় না। ওরা মানুষকে মানুষ বলে মনে করে না। মেয়েদেরকে সম্মান দিতে জানে না। তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ আমাদের উন্নয়ন। বর্তমানে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে ছাপিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আমরা জয়লাভ করার পর আগামী পাঁচ বছর আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা আরও বেশি মানুষের পাশে থেকে উন্নয়ন করতে চাই। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা দু’শোর বেশি আসনে জিতে এরাজ্যে ক্ষমতায় আসছি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক