October 6, 2025

রাজ্যে প্রার্থী দিচ্ছে অখিল ভারত হিন্দু মহাসভা

সোমালিয়া সংবাদ, জাঙ্গিপাড়া: রাজ্যের অবহেলিত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিধানসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে অখিল ভারত হিন্দু মহাসভা। দলের ওড়িশা প্রদেশ সভাপতি তথা পশ্চিমবঙ্গের প্রভারী গীতা চয়নী জানান, এ রাজ্যের প্রায় শতাধিক আসনে তাঁরা প্রার্থী দিচ্ছেন। তিনি জানান, এটি হিন্দু সংগঠন হলেও সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। তাঁর দাবি, কোন রাজনৈতিক দলই অবহেলিত লাঞ্চিত হিন্দুদের কথা ভাবে না। তাই এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতেই এবার এত বেশি সংখ্যক প্রার্থী এ রাজ্যের নির্বাচনে অংশ নিতে চলেছেন। জানা গেছে, হুগলি জেলায় জাঙ্গিপাড়া ও হরিপাল আসনে এই সংগঠনের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হচ্ছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জাঙ্গিপাড়া আসনে সম্ভাব্য প্রার্থী হলেন সমীর বন্দ্যোপাধ্যায়। সমীরবাবু বলেন, এই সংগঠন সবসময়  দরিদ্র আদিবাসী দলিত মানুষের জন্য কাজ করে চলে। কারণ এই সমস্ত অসহায় মানুষেরা সমস্ত রাজনৈতিক সংগঠনের সুবিধা থেকে বঞ্চিত। এই সব মানুষদের পাশে দাঁড়ানোর মত কোন সংগঠনই রাজ্যে নেই। তাই তারা নিয়মিত অত্যাচারিত হয়ে চলেছে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল, এ রাজ্যের অসহায় নিপীড়িত লাঞ্ছিত হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আলোয় ফিরে আসতে সাহায্য করা। তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলই দলিত ও অসহায় হিন্দুদের নিয়ে ছিনিমিনি খেলছে। তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। কিন্তু তাদের প্রকৃত উন্নয়ন কেউ চায় না। কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভার মত যদি শক্তিশালী একটা সংগঠন থাকে তাহলে ওই সমস্ত মানুষদের আর কেউ অবজ্ঞা করতে পারবে না। পাশাপাশি এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা ও গণতন্ত্র ফিরিয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্যই তাঁরা এবারের নির্বাচনে লড়ছে বলে সমীরবাবু জানান।

Loading