October 6, 2025

পায়ের গোড়ালি ফাটার সমস্যা?

সোমালিয়া ওয়েব নিউজ: গরমেও পায়ের গোড়ালি ফাটার সমস্যা? প্রচণ্ড গরমে ঠোঁট থেকে পায়ের গোড়ালি ফাটার সমস্যা অতিষ্ঠ করে তুলেছে। এই সমস্যার প্রতিকার লুকিয়ে আছে আপনার ঘরেই। নারকেল তেল- প্রতিদিন রাতে ঘুমানোর আগে ফাটা গোড়ালিতে লাগিয়ে নিতে হবে নারকেল তেল। কয়েক সপ্তাহের মধ্যে ত্বক ধীরে ধীরে হয়ে উঠবে মসৃণ। মধু- কিছু পরিমাণের জলে মধু মিশিয়ে নিতে হবে। এরপর ২০ মিনিটের জন্য সেই জলে পা ডুবিয়ে রাখুন। এবার একটি নরম কাপড় দিয়ে পা শুকিয়ে নিন। কিছুদিন করুন, কয়েক সপ্তাহের মধ্যেই ফল পাবেন। চালের আটা- দুই চামচ চালের আটা, মধু ও অ্যাপেল সাইডার ভিনেগার এই তিনটি জিনিস মিশিয়ে সেই মিশ্রণটি দিয়ে ১৫ মিনিট গোড়ালি স্ক্রাব করার পর পা ভালো করে ধুয়ে ফেলতে হবে। পা ফাটার একাধিক কারণের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণ ভিটামিনের অভাব। বিশেষত ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ভিটামিনগুলির অভাবে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া।

Loading