October 6, 2025

শ্রীরামপুর শাসকের দপ্তরে চন্ডীতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা যশ মনোনয়ন পত্র জমা দিলেন

শ্রীরামপুর শাসকের দপ্তরে চন্ডীতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা যশ মনোনয়ন পত্র জমা দিলেন

সোমালিয়া ওয়েব নিউজহুগলি চন্ডীতলা থেকে বিজেপি প্রার্থী হয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত।
শনিবার সকালে চন্ডীতলার একটি চন্ডী মন্দিরে পুজো দেন তিনি। এরপর বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে সাথে নিয়ে রোড শো করেন যশ। এদিকে রোড শো-তে সেলিব্রিটিকে কাছে পেয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।
রোড শো করেই শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন যশ।
মহকুমা শাসকের দপ্তরের সামনেও তাঁকে দেখে সেলফি তুলতে দেখা গেল। সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে জেতার ব্যাপারে সম্পুর্ন ১০০% আশাবাদী জানালেন। সেলিব্রিটি হিসেবে নয়, সবার ঘরের ছেলে হিসেবে সকলের কাছে পৌঁছাতে চান তিনি।

Loading