October 6, 2025

গোঘাটে ত্রিমুখী লড়াইয়ে মানস-বিশ্বনাথ-শিবপ্রসাদ

সোমালিয়া সংবাদ, গোঘাট: গোঘাট বিধানসভা কেন্দ্রে এবার জমজমাট লড়াই হতে চলেছে। গত পাঁচ বছরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস মজুমদারের বিরুদ্ধে এবার নির্বাচনী ময়দানে লড়াইয়ে নামছেন গুরু-শিষ্য। দুজনেই চান তৃণমূল প্রার্থী মানস মজুমদারকে হারিয়ে পুনরায় বিধায়ক হতে। অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রের তিন প্রার্থী কোন না কোন সময় এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। তার মধ্যে সংযুক্ত মোর্চা সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী শিবপ্রসাদ মালিক ১৯৮২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। অন্যদিকে এই ফরওয়ার্ড ব্লক থেকেই শিবপ্রসাদ মালিকের শিষ্য বিশ্বনাথ কারক ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন। এবার তিনি বিজেপির হয়েই নির্বাচনী ময়দানে প্রার্থী হয়েছেন। অর্থাৎ এই কেন্দ্রে এবার তিন জন অভিজ্ঞ রাজনীতিবিদের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন গোঘাটবাসী। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে তাই দেখার। তবে এই মুহূর্তে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস মজুমদার অনেকটাই এগিয়ে রয়েছেন।

Loading