October 5, 2025

ফুটপাত দখলমুক্ত করতে পথে তৃণমূল

সোমালিয়া সংবাদ, আরামবাগ: প্রায় সময়ই ফুটপাত দখল করে ব্যবসার অভিযোগ ওঠে। এরফলে অসুবিধায় পড়েন পথচারী থেকে শুরু করে ক্রেতারাও। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে থাকে। আর তাই সোমবার এব্যাপারে দোকানদারদের সচেতন করলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা আরামবাগের কাউন্সিলর স্বপন নন্দী। সঙ্গে ছিলেন তৃণমূল যুব নেতা শেখ বেলাল সহ দলের অন্যান্য কর্মীরা। তাঁরা এদিন আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দোকানদারদের সচেতন করেন। তাঁরা যাতে ফুটপাত ছেড়ে ব্যবসা করেন সে ব্যাপারে তাঁদের অনুরোধ জানান। কেন ফুটপাত ফাঁকা রাখা প্রয়োজন সে ব্যাপারে দোকানে গিয়ে তাঁরা দোকানদারদের বোঝান। এ বিষয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী বলেন, আরামবাগ পুরসভার বেশকিছু জায়গায় ফুটপাতের উপর জিনিসপত্র রেখে দোকানদাররা ব্যবসা করছেন। তাই এদিন ওই সমস্ত দোকানে গিয়ে তাঁদেরকে সেই সমস্ত জিনিস দোকানের মধ্যে রাখার অনুরোধ জানাই। এর ফলে ফুটপাত অনেকটাই ফাঁকা থাকবে। ফলে ক্রেতাদের যেমন সুবিধা হবে তেমনি পথচারীরাও উপকৃত হবেন। তিনি জানান, এ ব্যাপারে দোকানদাররা তাঁদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে আরামবাগ বাসস্ট্যান্ডের ব্যবসায়ী মুক্তার আলি খান বলেন, ওনারা ফুটপাত ফাঁকা রাখার কথা বলতে এসেছিলেন। একদম সঠিক কথাই বলেছেন। আমরাও এবার থেকে ফুটপাত ফাঁকা রেখেই ব‍্যবসা করব। সকলেরই এ ব্যাপারে সহযোগিতা করা উচিত।

Loading