সোমালিয়া ওয়েব নিউজ: আর জি করের মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায়, মেয়েদের নিরাপত্তা এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবীতে আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মধ্যরাত নাগাদ মহিলারা জমায়েত ও মিছিলের ডাক দিয়েছেন। কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই সমাজের প্রতিটি স্তরের সব বয়সের মানুষকে এতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। রাজ্যের প্রধান জমায়েত হতে চলেছে কলকাতার তিনটি এলাকায়। যাদবপুর এইট-বি, কলেজ স্ট্রিট এবং ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর সামনে থেকে রাত ১১’টা ৫৫ মিনিটে শুরু হবে মিছিল। কোনোরকম রাজনৈতিক স্লোগান বা পতাকা না নিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিবাদকারীরা।কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ‘মেয়েরা রাতের দখল’ নেবে বলে মনে করা হচ্ছে। একই কর্মসূচী গ্রহণের খবর এসেছে দিল্লির চিত্তরঞ্জন পার্ক এবং বেঙ্গালুরুর কয়েকটি জায়গা থেকেও।
রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ‘মহিলাদের ‘রাত দখলে’র যে কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে রাজ্য সরকার আজ আইনশৃখলা নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্যে প্রশাসনকে নির্দেশ দিয়েছে।রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নবান্ন থেকে কলকাতা সহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই কর্মসূচী চলাকালীন কোথাও যাতে আইনশৃখলার অবনতি না হয়, সেজন্য কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। কাদের উদ্যোগে কোন্ জেলায় এই ধরনের কতগুলো পদযাত্রা হচ্ছে, তার হিসাব রাখতে’ও বলা হয়েছে। প্রয়োজনে থানাগুলিতে পর্যাপ্ত পুলিশ বাহিনী রাখতে হবে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক