স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে পূর্ব বর্ধমানে পালন করা হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচী। ভারতীয় ডাক বিভাগের বর্ধমান শাখা ৯ তারিখ থেকে সাতদিন ব্যপী নানান কর্মসূচীর আয়োজন করেছে। এই কর্মসূচীতে আজ ডাকবিভাগের কর্মীরা জাতীয় পতাকা নিয়ে বর্ধমানে প্রভাত ফেরির আয়োজন করে।হর ঘর তিরঙ্গা কর্মসূচীতে মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বর্ধমানের সিনিয়র পোষ্ট মাস্টার প্রণব কুমার মন্ডল।

More Stories
রাজস্থানের দীগ জেলায় অবস্থিত জাটদের দুর্গ, যেখানে বীররা আহমেদ শাহ আবদালির আক্রমণের মুখোমুখি হয়েছিল
গরিব মানুষের কাছে, নতুন সাইকেলও BMW গাড়ির চেয়ে কিছু কম নয়
গ্রামের এই সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে কেমন লাগছে?