October 5, 2025

রাতে মেডিকেল কলেজের নিরাপত্তায় জোর পুলিশের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের রাতের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায়। সঙ্গে ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য আধিকারিক ও পুলিশকর্মীরা। শুক্রবার রাতে তাঁরা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান। সেখানে হাসপাতাল চত্বরে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এছাড়াও কথা বলেন হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রমাপ্রসাদ রায়ের সঙ্গে। কোথায় কোথায় আরও নিরাপত্তার প্রয়োজন, কোথায় অতিরিক্ত আলোর ব্যবস্থা করতে হবে সেসব বিষয়ে তাঁরা তথ্য সংগ্রহ করেন। উল্লেখ্য, ২০ একর জায়গার উপর গড়ে ওঠা এই মেডিকেল হাসপাতালে শয্যা সংখ্যা বর্তমানে ৫৯৪। হাসপাতালের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও সম্প্রতি হাসপাতাল চত্বরে একটি পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে। সেখানে একজন এএসআই, একজন কনস্টেবল ও একজন হোমগার্ডসহ মোট ১০ জনকে নিয়োগ করা হয়েছে। এদিন হাসপাতাল পরিদর্শন করার পর হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় বলেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কি আছে এবং কি করে তা আরও শক্তিশালী করা যায় তা আমরা খতিয়ে দেখলাম। হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা কিছু প্রস্তাব দিয়েছি। এছাড়াও পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় তাও আমরা করছি। এই পুলিশ ক্যাম্পের শক্তিও আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে। অন্যদিকে হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রমাপ্রসাদ রায় বলেন, এটি একটি নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর জি করের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে। আমাদের নিজস্ব নিরাপত্তার পাশাপাশি প্রশাসনেরও সাহায্য নেয়া হয়েছে। এদিন পুলিশের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে কোথাও কোন ঢিলেঢালা রয়েছে কিনা তা তাঁরা খতিয়ে দেখলেন। তবে এখানে ভয়ের কোন পরিবেশ নেই। তবুও যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে।

Loading