October 6, 2025

মুণ্ডেশ্বরীর ভাঙনে তলিয়ে গেল ঢালাই রাস্তা, শতাধিক বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: ভয়াবহ ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেল ঢালাই রাস্তা। গ্রামের একটা বড় অংশ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাটি পুরশুড়ার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কাদিপুরের মুণ্ডেশ্বরী নদীতে। জানা গেছে, গত কয়েকদিন ধরেই ওই এলাকায় মুণ্ডেশ্বরী নদীতে ভাঙন শুরু হয়। একটু একটু করে ভাঙতে ভাঙতে নদীর পাশ দিয়ে যাওয়া ঢালাই রাস্তা ভেঙে নদীগর্ভে তলিয়ে গেছে। এর ফলে কাদিপুর ছাড়াও ওই এলাকার সাঁওতা, ভূঁয়েড়া ইত্যাদি গ্রামেতেও আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা অসীম সাঁতরা, রেনু জানা প্রমুখরা জানান, এর আগে বন্যার সময় বেশ কিছুটা পাড় ভেঙে গিয়েছিল। এবার একটানা বৃষ্টিতে সেই এলাকাগুলি আরও ভাঙতে শুরু করেছে। এভাবে ভাঙলে খুব শীঘ্রই শতাধিক বাড়ি নদীগর্ভে চলে যাবে। এছাড়াও কিছু জমিও নিশ্চিহ্ন হয়ে যাবে। খবর পেয়ে এদিন এলাকায় ছুটে যান হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য জয়দেব জানা, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আজিম মল্লিক প্রমুখরা। ঘটনাস্থলে পৌঁছন ডিভিসির চাঁপাডাঙ্গা শাখার প্রতিনিধি আশিস হাইত। জয়দেব জানা জানান, বিষয়টি নিয়ে মন্ত্রী বেচারাম মান্না প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত ওই এলাকায় মেরামতের ব্যবস্থা করছেন। আপাতত অস্থায়ীভাবে মেরামতের কাজ শুরু হয়েছে ডিভিসির প্রতিনিধি আশিস হাইত বলেন, এদিন সকালে খবর পেয়েই আমরা ছুটে আসি। আপাতত যাতায়াতের জন্য অস্থায়ীভাবে রাস্তা তৈরির ব্যবস্থা করা হচ্ছে।

Loading