সোমালিয়া ওয়েব নিউজ: ১৬ই আগস্ট প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক জানায় ১০ মাসের একটি শিশুর শরীরে পোলিও ভাইরাস পাওয়া গেছে। রাষ্ট্রসংঘের Relief and Works Agency for Palestine Refugees in the Near East — UNRWA জানিয়েছে গাজা ভূখন্ডে শিশুদের মধ্যে পোলিও রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সংস্থার Commissioner-General ফিলিপ্প্যে লাজারিনি বলেছেন, এই অঞ্চলে টিকার ওষুধ রাখার ব্যবস্থাপনা নেই। এর পরই জাতি সংঘের মহাসচিব আন্তোনিও গুতারেজ জানান, গাজায় ১০ বছর পর্যন্ত সমস্ত শিশুর জন্য টিকাকরণ অভিযান শুরু হবে, এই টিকাকরণ অভিযানকে সফল করে তুলতে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু