December 1, 2025

আরামবাগ মহকুমায় প্রথম হাইস্কুলে চালু হল ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম

সোমালিয়া সংবাদ, খানাকুল: রাজ্যের প্রত্যন্ত এলাকার স্কুল হয়েও পঠন-পাঠনের পাশাপাশি সহশিক্ষামূলক কর্মসূচি ও নিরাপত্তায় একের পর এক ছাপ রেখে চলেছে খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়। বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট, চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন, শব্দছক তৈরির কর্মশালা, মহাকাশ পর্যবেক্ষণ ক‍্যাম্প, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সেমিনার সহ সারা বছর নানান কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। এবার প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের শিক্ষক দিবসের প্রাক্কালে উপহার দিলেন ‘ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম’। আরামবাগ মহাকুমার হাই স্কুলগুলির মধ্যে এখানেই প্রথম এই ব্যবস্থা চালু হল। বুধবার আরামবাগ মহকুমা অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক পলাশ রায় এর উদ্বোধন করলেন। এর ফলে স্কুলের ১৩০০ ছাত্রছাত্রীর স্কুলে প্রবেশ ও প্রস্থানের তথ্য সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে যাবে। এর জন্য প্রতিটি ছাত্র-ছাত্রীর কিউ আর কোড লাগানো বিশেষ ধরনের আইডেন্টিটি কার্ড তৈরি করা হয়েছে। তাই স্কুলে ঢোকা এবং বের হওয়ার সময় সেন্সরের মাধ্যমে কম্পিউটারে সমস্ত তথ্য লিপিবদ্ধ হয়ে যাবে। ফলে স্কুলের ছাত্রছাত্রীদের খেয়াল রাখা আরও সহজ হয়ে উঠবে। কোন ছাত্রছাত্রী কখন স্কুলে ঢুকছে বা কোন ছাত্রছাত্রী বেশি স্কুল বন্ধ করছে অতি সহজেই সেই তথ্য জানা যাবে। অভিভাবকরাও নিজেদের ছেলেমেয়ে সম্পর্কে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন। স্বাভাবিকভাবেই স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য জানান, ছাত্র-ছাত্রীদের সুরক্ষা অত্যন্ত জরুরি বিষয়। তাদের সুরক্ষার কথা ভেবেই এই ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম চালু করা হল। এর ফলে মেসেজ পেয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকরাও নিশ্চিন্ত হবেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ করা বা নির্দিষ্ট সময়ের আগে স্কুল থেকে চলে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে। অন্যদিকে আরামবাগ মহকুমা অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক পলাশ রায় জানান, এর ফলে ছাত্র-ছাত্রীদের সুরক্ষা অনেকটাই নিশ্চিত হবে। পাশাপাশি স্কুলে আসার প্রবণতা তাদের অনেকটাই বেড়ে যাবে। আগামী দিনে অন্যান্য স্কুলও যদি এই পদ্ধতি চালু করে তাহলে সেখানকার ছাত্রছাত্রীরাও উপকৃত হবে।

Loading