December 1, 2025

সাপের কামড়ে মৃত্যু তরুণ ফুটবলারের

সোমালিয়া সংবাদ, গোঘাট: সাপের কামড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক উদীয়মান ফুটবলারের। মৃতের নাম সূর্য টুডু (২০)। বাড়ি গোঘাট-১ নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায়। জানা গেছে, সূর্য ছোটবেলা থেকেই ভাল ফুটবল খেলতো। আরামবাগের বিক্রমপুর বিশালক্ষীমাতা ফুটবল কোচিং ক‍্যাম্পে প্রশিক্ষণ নিতো। প্রতিদিনের মতো সোমবার রাতেও খাওয়া দাওয়া করে বাড়িতে শুয়েছিল। মাঝরাতে তার পেটে যন্ত্রণা এবং গলায় ব্যথা শুরু হয়। সে পরিবারের লোককে ডেকে তোলে। কিছু বুঝতে না পেরে পরিবারের লোকেরা স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনেন। তিনি সঙ্গে সঙ্গে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। জানা গেছে, বিষধর কোন সাপের কামড়ে বিষক্রিয়ার জন্যই এই ঘটনা ঘটেছে। এরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেন বিশালক্ষীমাতা ফুটবল কোচিং ক‍্যাম্পের সভাপতি তারকনাথ ঘোষও।

Loading