সোমালিয়া সংবাদ, আরামবাগ: এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আরামবাগ মহকুমা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্টের বিচারক কিষেন কুমার আগরওয়াল এক রায়ে তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। মঙ্গলবার তারই সাজা ঘোষণার পর এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটার বিকাশ রায় জানান, আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। যা ওই নির্যাতিতা মহিলা পাবে। সাজাপ্রাপ্ত ওই আসামির নাম সানাউল্লা খান। বাড়ি গোঘাট-২ নম্বর ব্লকের সুন্দরপুর গ্রামে। সে পেশায় রাজমিস্ত্রির কাজ করতো তার স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে।
জানা গেছে, ২০২১ সালের ১১ সেপ্টেম্বর আরামবাগের রামনগরের এক স্কুল ছাত্রী আরামবাগ থানায় এক অভিযোগ জানিয়েছিল। তখন সে ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার অভিযোগ ছিল, সানাউল্লা তাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। এরপর পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগে সানাউল্লা জোর করে তার সঙ্গে বেশ কয়েকবার সহবাস করে। এমনকি হুমকি দেয়, বাড়িতে জানালে পরিবারের লোককে মেরে ফেলবে। তাই ভয়ে সে বিষয়টি কাউকে বলতে পারেনি। এই ঘটনায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। প্রথম স্কুলের শিক্ষিকার বিষয়টি সন্দেহ হয়। তিনি পরিবারের লোককে জানান। এরপর পরিবারের লোক তাকে চেপে ধরলে সে সমস্ত কিছু খুলে বলে। এরপরেই আরামবাগ থানায় ওই ছাত্রী নিজেই সানাউল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গেই পুলিশ সানাউল্লাকে তার বাড়ি গোঘাটের সুন্দরপুর থেকে গ্রেপ্তার করে । তারপর থেকেই আরামবাগ আদালতে প্রায় তিন বছর ধরে সেই মামলার বিচার চলছিল। ১৩ জনের সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচারক এদিন আসামীর যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।
এদিন নির্যাতিতার মা আদালত চত্বরে দাঁড়িয়ে বলেন, আমি আদালতের এই রায়ে ভীষণ খুশি। ফাঁসি হলে আরও খুশি হতাম। আমার স্বামী নেই। তাই আমাকে ভয় দেখিয়ে ওরা টাকা পয়সা দিয়ে মিটিয়ে ফেলতে চেয়েছিল। কিন্তু টাকা পয়সা নয়, আমি ন্যায় বিচার চেয়েছিলাম। আজ তা পেয়ে খুব ভাল লাগছে।
অন্যদিকে সানাউল্লার স্ত্রী বলেন, আমার স্বামীকে প্রেমের অভিনয় করে ফাঁসানো হয়েছে। ওদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ফোনে নিয়মিত কথাবার্তাও হতো। তারপরেও স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাব।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি