সোমালিয়া ওয়েব নিউজ: কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালাও মনোজ মিশ্রের বেঞ্চ বলেছেন, চাঞ্চল্য ছড়ানোর জন্যই এই মামলা করা হয়েছে,মামলাকারীদের আইনজীবী শুনানিতে বলেন, একই উদ্বেগের ভিত্তিতে ব্রিটেনের মতো দেশেও মামলা হয়েছে। বিশ্বব্যাপী অতিমারী সংকট কাটিয়ে উঠতে ভ্যাকসিনগুলি সহায়তা করেছে, তাই এ জাতীয় পিটিশন দাখিল করা যথাযথ নয় বলে প্রধান বিচারপতি স্পষ্ট জানান ।
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে