October 6, 2025

জুনিয়ার ডক্টর্স ফ্রন্ট আজ ফের CGO অভিযানের ডাক

সোমালিয়া ওয়েব নিউজ: আর জি কর-এ নির্যাতিতা তরুণী PGT চিকিৎসকের খুন ও ধর্ষণের ন্যায় বিচারের দাবীতে পশ্চিমবঙ্গ জুনিয়ার ডক্টর্স ফ্রন্ট আজ ফের CGO অভিযানের ডাক দিয়েছে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে শুরু হয়ে মশাল মিছিল যাবে CGO কমপ্লেক্স পর্যন্ত। এদিকে, আন্দোলনের তীব্রতা বাড়াতে জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টর্স-এর সঙ্গে নাগরিক সমাজের ৮০টি সংগঠন একজোট হয়ে তৈরী হয়েছে ‘অভয়া মঞ্চ’। তাঁরাও আজকের মিছিলে যোগ দেবেন। অন্যদিকে ডাক্তারির লাইসেন্স বাতিলের আগে আর জি কর-এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বক্তব্য রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে শুনতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। সন্দীপ বর্তমানে জেলবন্দী থাকায় তাঁর স্ত্রী বক্তব্য পেশ করবেন। এরপরই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বিবেচনা করে দেখা হবে।

Loading