October 6, 2025

তদন্তের গতি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট WBJDF ক্ষোভ প্রকাশ করেছে

সোমালিয়া ওয়েব নিউজ: আর জি করে তরুণী চিকিৎসক ও পিজিটির মৃত্যুর ঘটনার তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে গেলেও তদন্তের গতি অত্যন্ত শ্লথ এই অভিযোগে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট WBJDF ক্ষোভ প্রকাশ করেছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে WBJDF এর পক্ষে ডাক্তার দেবাশীষ হালদার বলেন, অভয়ার মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশ তদন্তের নামে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে , তথ্য লোপাট করেছে, প্রশাসন কি করে অপরাধীদের আড়াল করেছে টা সবাই দেখেছে। কিন্ত সিবিআই এর তদন্তে হতাশা ব্যক্ত করে সমাজমাধ্যমে সিবিআই এর চার্জশিটের যা ঘুরছে সেসম্পর্কে দেবাশীষ বাবু বেশ কিছু প্রশ্ন তোলেন। অন্যদিকে অভয়া ফান্ডে সংগৃহীত অর্থ অবিলম্বে তাঁর বাবা – মা এর কাছে দিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাক্তার শ্রীশ চক্রবর্তী এক ভিডিও বার্তায় বলেন, অভযার নামে যে বিপুল পরিমাণ অর্থ প্রায় চার কোটি ৭৫ লক্ষ টাকা সংগৃহীত হয়েছে তার জন্য ইতিমধ্যে অডিট এর দাবিও করা হয়েছে। এই অর্থ অভয়ার বাবা – মা পেলে মামলা সহ বিভিন্ন সামাজিক কাজে টা ব্যবহার করা যাবে বলে ডাক্তার চক্রবর্তী মনে করেন।

Loading