October 5, 2025

গাছের হরলিক্স সরিষার খৈল

সোমালিয়া ওয়েব নিউজ: গাছের হরলিক্স সরিষার খৈল দিয়ে সার তৈরির নিয়ম।

সরিষার খৈল যে কোন ফল, ফুল এবং সবজি গাছের জন্য প্রয়োজনীয় একটি উৎকৃষ্ট মানের জৈব খাদ্য উপাদান। সরিষার খৈল মাটিতে খাদ্য তৈরি করার জন্য অনুঘটকের ভুমিকা পালন করে থাকে।

সরিষার খৈল দিয়ে গাছের জন্য প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব উকৃষ্ট জৈব সার তৈরি করা যায়, যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাসিয়াম ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদানের চাহিদা মেটায়। এতে ফুল, ফল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি পায়।

প্রয়োজনীয় উপকরণ:

* টাটকা সরিষার খৈল ১০০ গ্রাম।
* ঢাকনা সহ পাত্র ১.৫ লিটারের।
* পরিস্কার জল ১ লিটার।
* খাটি গুড় ২-৩ চা চামচ।
* নাড়ার জন্য কাঠের কাঠি।

তৈরি পদ্ধতি :

প্রথমে দেড় লিটারের একটি পাত্র/বোতলে এক লিটার পরিমানে জল নিয়ে তাতে ১০০ গ্রাম সরিষার খৈল ও ২ চা চামচ গুড় দিয়ে কাঠি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পাত্রটি একটু ছায়া যুক্ত স্থানে রেখে এমন ভাবে ঢেকে দিতে হবে যেন বাতাস চলাচল করতে পারে। মিশ্রণটি প্রতিদিন অন্তত একবার কাঠের কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে।

এক সপ্তাহের মধ্যে দেখা যাবে জলের উপরে একটা হলদে সোনালী রঙ হয়ে গেছে , খৈল পঁচা অংশ নিচে জমে গেছে।

ব্যাবহার পদ্ধতি :

* উক্ত সারের সাথে আরও ৯ ( নয়) লিটার জল মিশিয়ে টবে প্রয়োগ করা যাবে।

* প্রতি হাফ ড্রাম টবের জন্য ১ লিটার ও ছোট টবের জন্য ১/২ লিটার সার ১৫ দিন পর পর দেওয়া যাবে।

বিঃদ্রঃ

* খৈল কেনার সময় নতুন খৈল কেনার চেষ্টা করবেন, তাজা খৈল নাকের কাছে নিলে গন্ধ পাওয়া যাবে।

* সার তৈরি পর রেশিও অনুপাতে জল না মিশিয়ে গাছে ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে।

* আপনার যদি অন্য কোন সার দেওয়ার সুযোগ নাও থাকে তবে নিয়মিত ১৫ দিন পর পর এই সার দিলেই আপনার গাছের উপকার হবে।

Loading