October 6, 2025

ট্যাব কেলেঙ্কারি রুখতে আধার

সোমালিয়া ওয়েব নিউজ: ট্যাব কেলেঙ্কারির ঘটনায় বর্ধমান জেলা পুলিশ মালদা থেকে একজনকে গ্রেপ্তার করেছে। হাসেম আলি নামে বৈষ্ণবনগরের ঐ বাসিন্দা বাংলার শিক্ষা পোর্টাল অ্যাক্সেস করে এই কারসাজি চালায় বলে অভিযোগ। তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে কেলেঙ্কারি রুখতে রাজ্য সরকার ভবিষ্যতে ওই প্রকল্পে আধার কার্ড সংযুক্তিকরনের মাধ্যমে পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার কথা ও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে।। এতদিন এই নিয়ম ছিলনা। আগামী বছর থেকে আধার সংযুক্তির পরিকল্পনা কার্যকর করার জন্য স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজ্যজুড়ে ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ ওঠে, জেলায় রিপোর্ট চেয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। উচ্চ-পর্যায়ের বৈঠকে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়।

Loading