সোমালিয়া ওয়েব নিউজ: আজ শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সশস্ত্র সীমাবল বা SSB ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিতে গতরাতে উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন। দুপুরে তিনি এসএসবির আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী নেপাল সীমান্ত রক্ষাকারী সশস্ত্র সীমাবলের ৬১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সশস্ত্র সীমাবলের ৬১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান দূরদর্শন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক