সোমালিয়া ওয়েব নিউজঃ ব্রেইল পদ্ধতি (/breɪl/; ফরাসি : [bʁaj]) কাগজের ওপর ছয়টি বিন্দুকে ফুটিয়ে তুলে লিখবার একটি পদ্ধতি। দৃষ্টিহীন ব্যক্তিরা এই উন্নীত বা উত্তল বিন্দুগুলোর ওপর আঙ্গুল বুলিয়ে ছয়টি বিন্দুর নকশা অনুযায়ী কোনটি কোন্ অক্ষর তা’ অনুধাবন করতে সক্ষম হয় এবং লেখার অর্থ বুঝতে পারে। দৃষ্টিহীনদের জন্য ব্রেইল লিপির উদ্ভাবক লুই ব্রেইলের জন্মদিনটি আজ বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। ১ ৮ ০ ৯ সালে আজকের দিনের ফ্রান্সে তাঁর জন্ম হয়েছিল। শিক্ষা, যোগাযোগ এবং সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্রেইলের গুরুত্ব অনুধাবন করে রাষ্ট্রসংঘ প্রতিবছর চৌঠা জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস হিসেবে ঘোষণা করে।
More Stories
আলকুশি
শিশুর বিকাশে সংগীত শিক্ষা অপরিহার্য: গবেষণা জানাচ্ছে নতুন দিগন্তের কথা
চাঁদের পূর্ণগ্রহণ আজ : আকাশজুড়ে ‘রক্তচাঁদ’-এর বিরল দৃশ্য