সোমালিয়া সংবাদ শ্রীরামপুরকোথাও নোটিশ ঝুলছে অনির্দিষ্টকালের জন্য টিকাকরণ বন্ধ থাকবে, আবার কোথাও নোটিশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টিকার প্রথম ডোজ বন্ধ থাকবে।
শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল অথবা পুরসভার স্বাস্থ্যকেন্দ্র, সব জায়গায় একই অবস্থা। কেউ টিকার প্রথম ডোজ নিতে এসেছেন তো কেউ দ্বিতীয় ডোজ নিতে এসে ফিরে গেছেন। টিকার মজুুুত না থাকাতেই এমন অবস্থা বলে জানিয়েছেন শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে সুপার জয়ন্ত সরকার। তিনি জানান, সাপ্লাই চেইন ঠিক হয়ে গেলে সবাই টিকা পাবেন। যাদের দ্বিতীয় ডোজ বাকি আছে তাঁদের টিকা দেওয়া হচ্ছে। যাঁরা প্রথমবার নেবেন তাঁরা সোমবারের পর যোগাযোগ করলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র সরকারের পরিকল্পনার অভাবেই টিকা পাচ্ছেন না সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই নতুন নতুন অ্যাপ চেঞ্জ করা হচ্ছে। অন্য দেশকে টিকা দেওয়া হচ্ছে। অথচ নিজের দেশের লোকই টিকা থেকে বঞ্চিত হচ্ছে অভিযোগ তৃণমূলের শ্রীরামপুর সহ সভাপতি সন্তোষ সিংয়ের। বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য্য বলেন, করোনার টিকা বিজেপি তৈরি করে না, করে সিরাম ও বায়োটেকের মত ভারতীয় কিছু ইনস্টিটিউট। মানবিকতার খাতিরে চব্বিশটা দেশকে ভারত এই টিকা পাঠিয়েছে। আমরা জানি, এই মুহূর্তে যে প্রোডাকশন হচ্ছে তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩০ কোটির দেশে এই টিকার চাহিদা থাকবে এটাই স্বাভাবিক।একসঙ্গে ১৩০ কোটি টিকা তৈরি করা সম্ভব নয়। দশ কোটি টিকাকরণ ইতিমধ্যেই হয়ে গেছে। চার লক্ষ টিকা রাজ্যে আরও আসছে।তৃণমূল রাজনীতি করার জন্য এসব বলছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক