December 1, 2025

কার্তিক মহারাজ পদ্মশ্রী পাচ্ছেন

সোমালিয়া ওয়েব নিউজ; পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন। সাধারণ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকের নাম—অরিজিৎ সিং-আর্ট, গোকুলচন্দ্র দাস- আর্ট, মমতা শঙ্কর- আর্ট, নগেন্দ্রনাথ রায়- সাহিত্য শিক্ষা, পবন গোয়েঙ্কা- বাণিজ্য, সজ্জন ভজঙ্ক- ব্যবসা বাণিজ্য, স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)- আধ্যাত্মিকতা, বিনায়ক লোহানি- সোশ্যাল ওয়ার্ক, তেজেন্দ্রনারায়ণ মজুমদার- আর্ট।

Loading