সোমালিয়া ওয়েব নিউজঃ পাকিস্তানের বোলান জেলায় যাত্রীবাহী ট্রেন **জাফর এক্সপ্রেস**-এ হামলার পর এক দীর্ঘ অচলাবস্থা সৃষ্টি হয়। বালুচ লিবারেশন আর্মি (BLA) এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা দাবি আদায় ও পণবন্দীদের মুক্তি নিয়ে এক সংঘর্ষ ছিল। এই হামলার পর, পাকিস্তান সেনাবাহিনী একটি সফল সামরিক অভিযান চালিয়ে পণবন্দীদের উদ্ধার করতে সক্ষম হয়। এই অভিযানে ৩৪৬ জন পণবন্দীকে উদ্ধার করা হয় এবং হামলাকারী ৫০ জন নিহত হয়েছেন, জানিয়েছে নিরাপত্তা সংক্রান্ত সূত্র। এই ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতির জন্য একটি বড় চ্যালেঞ্জ।

More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু