সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য সরকার কৃষিজমির পরিমাণ বাড়ানোর জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যার উদ্দেশ্য পতিত জমিগুলোকে চাষযোগ্য করে তোলা। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় জানিয়েছেন যে, রাজ্যে বর্তমানে চাষযোগ্য জমির পরিমাণ ৫৫.৮৮ লক্ষ হেক্টর। তবে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য আরও জমির প্রয়োজন। এ পর্যন্ত রাজ্যে ৩৯ হাজার একর পতিত জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করা হয়েছে, যা কৃষির উন্নতি এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই উদ্যোগের ফলে কৃষকদের সুবিধা হওয়ার পাশাপাশি রাজ্যের সামগ্রিক কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক