October 5, 2025

কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি

সোমালিয়া ওয়েব নিউজঃ দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলায় সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৬ তারিখে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। তবে কলকাতায় বর্তমানে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তিনি আরও জানান, শহরের তাপমাত্রা এখনও স্বাভাবিক সীমায় রয়েছে।

Loading