বিদ্যুৎহীন গোঘাটের বিস্তীর্ণ এলাকা

সোমালিয়া নিউজ গোঘাট; কালবৈশাখীর শুরুতেই ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎহীন গোঘাটের বিস্তীর্ণ এলাকা। বিকেল ৪:৪৫ মিনিট থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ। শেষ খবর অনুযায়ী রাত্রি 9টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। কিছুদিন আগেই আমাদের প্রতিনিধি যখন গোঘাট বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার বৃন্দাবন কর্মকারের কাছে জানতে চায় এই কালবৈশাখী ও গরমে কতটা প্রস্তুত বিদ্যুৎ দপ্তর? তখন তিনি বলেছিলেন গোঘাটে একটিমাত্র সার্ভিস ভ্যান আছে। যেটি যথেষ্ট। যেকোনো বিপর্যয় মোকাবেলায় গোঘাট একেবারেই প্রস্তুত। বিদ্যুৎ পরিষেবার মত এত জরুরী বিষয় সেখানে একটি মাত্র সার্ভিস ভ্যান কিভাবে সার্ভিস দেবে? চরম সমস্যায় ছাত্রছাত্রীরা। গরমের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে এপ্রিল মে মাসে কি হবে? বছরের পর বছর গোঘাটের সমস্যা বেড়ে চলেছে। ১১ হাজারের লাইনগুলিকে দ্রুত কভার তারের বা কেবিল তারের ব্যবস্থা অবিলম্বে করা উচিত। সামান্য ডকেট করলেই সার্ভিস ভ্যান আস্তে অনেক দেরি করে, মেনটেনেন্স এর অভাব সাথে দপ্তরের আধিকারিকদের সম্পূর্ণ গাফিলতির কারণে এবং প্রশাসনিক উদাসীনতার কারণে গোঘাটের বিদ্যুৎ পরিষেবার বারবার বিঘ্ন ঘটে, এমনটাই মোট সাধারণ মানুষের।

Loading