নাবালিকাকে ধর্ষণ – ২০ বছরের কারাদণ্ড অভিযুক্তদের

সোমালিয়া ওয়েব নিউজঃ বাড়ির পাশে টয়লেটে গিয়েছিল ১৬ বছরের নাবালিকা। ২০২১ সালের পয়লা ডিসেম্বরের রাত সেদিন। সময় তখন রাত আটটা, মালদার ইংলিশবাজার থানা এলাকার ঘটনা।

অকস্মাৎ সায়েম শেখ ও সমিম আক্তার নামের দু’জন তাকে জোর করে টেনে নিয়ে যায় বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে, একটা ভুট্টাক্ষেতে। নাবালিকা মেয়েটির উপর চলে নির্মম অত্যাচার।

ইংলিশবাজার মহিলা থানায় মামলা দায়ের হয় পকসো আইনে, অভিযুক্ত সায়েম শেখ এবং আরেকজনের বিরুদ্ধে।

তদন্তকারী অফিসার এসআই তারেফা খাতুন জমা করেন নিখুঁত চার্জশিট। বিচার শেষে মালদার মাননীয় দ্বিতীয় অতিরিক্ত জেলা ও সেশন জজ, বিশেষ পকসো আদালত শাস্তিস্বরূপ অভিযুক্তদের জন্য কুড়ি বছরের কারাবাস আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছেন।

Loading