সোমালিয়া ওয়েব নিউজঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রক জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান এবং সুরক্ষা বাহিনীর গতিবিধির লাইভ কভারেজ দেখানো থেকে বিরত থাকার জন্য সংবাদ চ্যানেলগুলির উদ্দেশে অ্যাডভাইজরি জারি করেছে ।
এতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিরক্ষা অভিযান নিয়ে প্রতিবেদন প্রকাশ থেকেও বিরত থাকতে বলেছে মন্ত্রক। সংবেদনশীল এইসব তথ্য প্রকাশিত হলে অভিযানে ব্যাঘাত ঘটার পাশাপাশি নিরাপত্তা বাহিনীরে কর্মীদের সুরক্ষা বিপন্ন হতে পারে।
এই ধরণের কভারেজ কার্গিল যুদ্ধ, ২৬/১১-র মুম্বাই হামলা এবং কান্দাহার হাইজ্যাকের সময়, জাতীয় স্বার্থের উপর বিরূপ প্রভাব ফেলেছিল বলে জানিয়েছে মন্ত্রক।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর