সোমালিয়া ওয়েব নিউজঃ সুপ্রিম কোর্ট অনলাইনে ‘আপত্তিকর দৃশ্য’ প্রদর্শন বন্ধের জন্য সরকারের বিরুদ্ধে একটি আবেদন গ্রহণ করেছে। বিচারপতি বি আর গাভাই ও এ জি মাসীহার নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও বেশ কয়েকটি ওটিটি ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম — যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, অল্ট বালাজি, উল্লু ডিজিটাল, মুবি, এক্স (পূর্বতন টুইটার), অ্যাপল, গুগল, মেটা ইত্যাদিকে নোটিশ পাঠিয়েছে। বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে অশ্লীল বিষয়বস্তুর অনিয়ন্ত্রিত প্রচার রুখতে আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, ইতিমধ্যেই কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে এবং আরও কঠোর নিয়ন্ত্রণের প্রস্তুতি চলছে। জনস্বার্থ মামলা (PIL)-তে অভিযোগ তোলা হয়েছে যে, এইসব অনলাইন মাধ্যমে শিশু পর্নগ্রাফি সহ নানা বিকৃত ও অশালীন বিষয়বস্তুর সহজলভ্যতার কারণে মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে এবং যুবসমাজের মনোস্তাত্ত্বিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ছে।

More Stories
ভারতের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন ‘Qdenga’ আসছে ২০২৬-এ!
পরবর্তী প্রধান বিচারপতি
নতুন কমান্ডার-ইন-চিফ