October 6, 2025

বিশ্বম্ভর বসু, খানাকুলকে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্তি করার জন্য দাবি জানালেন

সোমালিয়া ওয়েব নিউজ; এবার খানাকুল কে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্তি করার জন্য দাবি জানালেন রেশন ডিলার সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানে খানাকুল কে অন্তর্ভুক্তি না করলে উদ্দেশ্যটি সম্পূর্ণ হবে না। প্রয়োজন হলে খানাকুলের জন্য আরেকটি প্রকল্প করা যেতে পারে। প্রতিবছরই যেভাবে বন্যায় সাধারণ মানুষের ক্ষতি হয় এবং ন্যায্য মূল্যের রেশন দোকানগুলিও ক্ষতির সম্মুখীন হয়। সাধারণ মানুষের রেশন পরিষেবা পেতে সমস্যা হয়, জলে ক্ষতিগ্রস্ত রেশন দোকানে রেশন সামগ্রী পুনরায় ফেরত দিতে এগিয়ে আসে না খাদ্যদপ্তর। এই বন্যার ভয়াবহতার জন্য খানাকুল বাসীর পক্ষ থেকে এবং রেশন ডিলারদের পক্ষ থেকে বিশ্বম্ভর বসু স্থায়ী সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকে ছাড়াও তিনি চিঠি পাঠিয়েছেন খাদ্যমন্ত্রী, সেচ মন্ত্রী, বিপর্যয় মোকাবিলা মন্ত্রী, হুগলি জেলা পরিষদের সভাপতি, আরামবাগের এমপি, খানাকুলের বিধায়ক, মুখ্য সচিব, খাদ্য দপ্তরের মুখ্য সচিব, হুগলি জেলার ডিএম, হুগলি জেলার পুলিশ সুপার, আরামবাগ এসডিও, খানাকুলের দুই বিডিও, আরামবাগ ও জেলা খাদ্য দপ্তর এবং রাজ্য খাদ্য দপ্তরে। নিচে চিঠির কপি।

Loading