সোমালিয়া সংবাদ, আরামবাগ: নিজের দুটি ডোজ ভ্যাকসিন নেওয়া সম্পূর্ন হয়েছে। কিন্তু এখনো অনেক রেশন ডিলার কর্মচারী ও তাদের পরিবার ভ্যাকসিন পায়নি। তাই নিজেদের সহকর্মীদের ও তাদের পরিবারের কথা ভেবে খুব দ্রুত তাদের ভ্যাকসিনেশন, এই মহামারিতে রেশন ব্যবস্থা, রেশন ডিলারদের সুরক্ষা এবং সাধারণ মানুষের স্বার্থে লিখিতভাবে আবেদন করলেন মহকুমার এক সাধারন রেশন ডিলার উত্তম কুমার ভঞ্জ, বয়স ৬৩, মহকুমা শাসক থেকে শুরু করে বিশেষ কাভিড সেল, মহুকুমা খাদ্য নিয়ামক জেলা স্তর, খাদ্য ভবন এবং স্বাস্থ্য ভবনেও ইমেল মারফত আবেদন পাঠিয়েছেন। রেশন দোকানে এলাকার সমস্ত সাধারণ মানুষ আসেন রেশন দ্রব্য নিতে। অনেক মানুষের সাথে মেলামেশা করতে হয় রেশন ডিলার ও তার কর্মীদের। রেশন ডিলাররাও যে সমাজের কোভীড যোদ্ধা সেটা ভুলে গেছেন অনেকেই। সরকারের পাঠানো খাদ্যদ্রব্য একমাত্র রেশন ডিলারেরা অক্লান্ত পরিশ্রম করে, ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে প্রতিটি সাধারণ মানুষের হাতে সুষ্ঠুভাবে তুলে দিয়েছেন। সাধারণ রেশন ডিলারের এই আবেদনে খুশি রেশন ডিলারদের একাংশ। তবে অভিজ্ঞ মহল মনে করছেন প্রশাসন এ বিষয়ে কতটা পদক্ষেপ নেন সেটাই দেখার।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক