October 6, 2025

খানাকুলের বিজেপিতে ভাঙ্গন, বিজেপি ছেড়ে তৃণমূলে ৪৫টি পরিবার

সোমালিয়া সংবাদ, খানাকুল: বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে বিজেপির ভরাডুবি হতেই দলে শুরু হয়েছে ভাঙন। এমনকি খানাকুলে বিজেপি প্রার্থী জয়লাভ করলেও দলের কর্মী-সমর্থকদের ধরে রাখতে পারছে না। বিজেপির ভুল নীতি ও নেতাদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের বিরুদ্ধে আঙুল তুলে তাঁরা দল ছাড়ছেন। রবিবার সকালে সেরকমই ছবি দেখা গেল খানাকুল-১ নম্বর ব্লকের রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন স্থানীয় জাঁকড়ি ও অমরপুর গ্রাম থেকে প্রায় ৪৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল তাদের মধ্যে রয়েছেন জাঁকড়ি ২৩৫ নম্বর বুথের বিজেপি সভাপতি গণেশ ঘোড়ুই। ঋণ তার নেতৃত্বে গ্রামের  ৩০টি পরিবার বিজেপির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেন। এছাড়াও পার্শ্ববর্তী ওমরপুর গ্রামের ২৩০ নম্বর বুথের ১৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রামমোহন-১ গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় দোলুই। এছাড়াও উপস্থিত ছিলেন শৈলেন দোলুই, সুদীপ চক্রবর্তী প্রমুখ স্থানীয় তৃণমূল নেতা। বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নিয়ে মিঠুন বৌরী, হরিদাস প্রামানিক প্রমুখরা বলেন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাই আমরা এখন থেকে দিদির সঙ্গে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেদেরকে যুক্ত করতে চাই। সেজন্যই আমরা তৃণমূলে যোগদান করলাম। অন্যদিকে তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় দোলুই বলেন, মানুষ মাত্রই ভুল করে। তাদেরকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। ওনারা সকলে আমাদের কাছে তৃণমূলে যোগদান করার জন্য আবেদন করেছিলেন। আমরা উচ্চনেতৃত্বের সঙ্গে কথা বলি। তাঁরা সম্মতি দেওয়ার পরেই আমরা ওনাদেরকে আবার দলে ফিরিয়ে নিলাম।

Loading