সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য সশস্ত্র পুলিশের ৩য় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। গত ১৯ মে তিনি এই কৃতিত্ব অর্জন করেন এবং শনিবার কলকাতায় ফিরে বীরোচিত সংবর্ধনা পান। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা, আইপিএস স্বয়ং উপস্থিত থেকে লক্ষ্মীকান্ত মণ্ডলকে ফুলমালা পরিয়ে ও সম্মাননা জানান। কমিশনার বলেন, “লক্ষ্মীকান্তের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত সদস্যের জন্য গর্বের বিষয়। তাঁর সাহস ও অদম্য মনোবল আমাদের সকলকে অনুপ্রাণিত করে।
লক্ষ্মীকান্ত মণ্ডল দীর্ঘদিন ধরে কঠোর প্রশিক্ষণ নিয়ে এই অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। মণ্ডলের এই অর্জন শুধু পুলিশ বাহিনীতেই নয়, সাধারণ মানুষের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তাঁর পথচলা আগামী প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে কর্তব্য ও স্বপ্ন দুটোকেই একসাথে এগিয়ে নেওয়া সম্ভব। এই অসাধারণ কৃতিত্বের জন্য লক্ষ্মীকান্ত মণ্ডলকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাঁর এই সাফল্যে বিশেষ পুরস্কারেরও ঘোষণা আসতে পারে বলে খবর।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক