October 5, 2025

বিএসএফ-এর ২৬ জন জওয়ানকে শৌর্যের স্বীকৃতি, শ্রী অমিত শাহ দিলেন পুলিশ মেডেল

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ নতুন দিল্লিতে এক গৌরবোজ্জ্বল অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর ২৬ জন বীর জওয়ানকে শৌর্যের জন্য পুলিশ মেডেল প্রদান করেন। বিএসএফ-এর অলঙ্করণ সমারোহে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ‘রুস্তমজি স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ। তাঁর বক্তব্যে তিনি সম্প্রতি সফল ‘অপারেশন সিন্দুরে’-র উল্লেখ করে বলেন, “বিএসএফ এবং ভারতীয় সেনা জওয়ানরা এই অভিযানে যে অসাধারণ সাহস, ত্যাগ ও কর্তব্যপরায়ণতার পরিচয় দিয়েছেন, তা শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এক অভূতপূর্ব উদাহরণ।”

তিনি আরও বলেন, “এই সাহসী জওয়ানরা সীমান্তে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তম্ভ। তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের জন্য গোটা দেশ কৃতজ্ঞ।”

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল এবং অন্যান্য সামরিক ও আধাসামরিক বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুরস্কৃত জওয়ানদের মধ্যে অনেকেই সীমান্ত এলাকায় চরম প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে জঙ্গি দমন অভিযান, চোরাচালান রোধ এবং বিশেষ গোয়েন্দা ভিত্তিক অভিযানে অংশ নিয়ে সফলতা অর্জন করেছেন।

বিএসএফ-এর এই অলঙ্করণ সমারোহ দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের মনোবল আরও বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।

Loading