October 6, 2025

আরামবাগ পাঠশালা— অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য নতুন আশার আলো

সোমালিয়া ওয়েব নিউজঃ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনে অনুপ্রেরণা ও দিশা দিতে এবার সামনে এল এক নতুন উদ্যোগ—আরামবাগ পাঠশালা। সম্পূর্ণ বিনামূল্যে এই পাঠশালা পরিচালিত হচ্ছে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের তত্ত্বাবধানে (পারল আরামবাগ ওয়ার্ড নম্বর ১৩)।

এই পাঠশালার উদ্দেশ্য মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া HS পাস থেকে ২৫ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা প্রদান করা। আগ্রহী ছাত্রছাত্রীরা সরাসরি পাঠশালায় গিয়ে ভর্তি হতে পারবেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, এই পাঠশালার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য উপযুক্ত দিশা ও পরামর্শ দেওয়া হবে, যাতে তারা চাকরিমূলক পরীক্ষায় সাফল্য অর্জনে সক্ষম হয়।

ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য ভর্তির ফর্ম এবং প্রয়োজনীয় তথ্য লিংক বা স্ক্যানারে দেওয়া QR কোড স্ক্যান করেই অনলাইনে সংগ্রহ করা যাবে।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeP2X0IwtjUG_5b7fohm_d8eBME9jnrB-kI0Ri0WNv94HYVVA/viewform?fbclid=IwY2xjawKdc3hleHRuA2FlbQIxMQBicmlkETFldHg4b2J4cjdnU09rMFZxAR7R287UQoFdG9x9woxSsZwUWyurIkqIrPFsrD-G7St0teITOJC2Nxyf2eeCOg_aem_YX309ZXBo05EwNoLHD473A

এই উদ্যোগ নিঃসন্দেহে আরামবাগ মহকুমার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং অনেক ছাত্রছাত্রীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে।

আবেদন প্রক্রিয়া নিম্নে —

Loading