সোমালিয়া ওয়েব নিউজঃ দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এলাকায় ফের করোনা আক্রান্তের খোঁজ মেলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বছর কুড়ির এক যুবতী ও এক কিশোর শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। উপসর্গ দেখা দেওয়ার পর তাঁদের ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর তাঁদের রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ আসে।
বর্তমানে দুই আক্রান্তই স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং চিকিৎসাধীন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মগরাহাট এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারির আওতায় আনা হচ্ছে।
প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এবং মাস্ক পরা, বারবার হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব মনে করিয়ে দিয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জেলা স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানানো হয়েছে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক