October 5, 2025

ব্যর্থ সমাজ চিনবেন যেভাবে – ১২টি লক্ষণ

সোমালিয়া ওয়েব নিউজঃ

১. জ্ঞানচর্চার অভাব, হুজুগে উত্তেজনা বেশি
জ্ঞান-বিজ্ঞান, বই পড়া ও মুক্তচিন্তার পরিবর্তে সামাজিক হুজুগে মানুষের সাড়া পড়ে। ফলে সমষ্টিগত বুদ্ধির পরিবর্তে ভিড়মানসিকতা গড়ে ওঠে।

  1. সস্তা বিনোদনে মাতামাতি
    শৈল্পিক, চিন্তাশীল বা মানসম্পন্ন বিনোদনের পরিবর্তে দ্রুত উপভোগ্য ও নিম্নমানের বিনোদন জনপ্রিয় হয়ে ওঠে।
  2. দুর্নীতিবাজদের বীর বানানো
    যাদের আচার-আচরণ সমাজের ক্ষতি করে, তারাই রোল মডেল হয়ে ওঠে, নৈতিকতা ও সততা লুপ্ত হয়।
  3. অশিক্ষিত নেতৃত্ব ও শিক্ষার অবমূল্যায়ন
    যোগ্যতা নয়, টাকা ও ক্ষমতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হয়, শিক্ষিত ও সচেতন মানুষ উপেক্ষিত থাকেন।
  4. চিন্তাশীলতার বিপরীতে অবুঝের আধিপত্য
    সংখ্যালঘু চিন্তাশীলদের কণ্ঠ রুদ্ধ হয়, গুজব, অজ্ঞতা ও কাঁদা ছোঁড়াছুঁড়ি চলে।
  5. উদ্যোক্তাদের অপমান, চাকরির মহিমা
    সৃষ্টিশীলতা ও ঝুঁকি গ্রহণকারী উদ্যোক্তাদের উৎসাহ না দিয়ে চাকরিকে স্থিরতা হিসেবে উপস্থাপন করা হয়।
  6. সত্য ভাষী ব্যক্তিদের উপেক্ষা
    যাঁরা বাস্তবতা তুলে ধরেন, তাঁরা হয়ে যান একঘরে বা বিদ্বেষের শিকার।
  7. তরুণদের লক্ষ্যহীনতা
    তরুণ সমাজ উচ্চতর উদ্দেশ্য না পেয়ে দ্রুত ধনী হবার ছলচাতুরী খোঁজে।
  8. তুচ্ছ বিষয় নিয়ে মাতামাতি
    আসল সমস্যাগুলো চাপা পড়ে যায়, আলোচনার কেন্দ্রে থাকে সাময়িক ও গৌণ বিষয়।
  9. অর্থহীন তত্ত্বে বিভ্রান্তি
    নানান ভুয়া বাণী, গল্প ও তত্ত্ব মানুষকে সৃজনশীলতার বদলে অলস চিন্তায় আচ্ছন্ন রাখে।
  10. সবজান্তা মনোভাব
    সবাই নিজের মত দিতে চায়, অথচ বিশ্লেষণ বা অধ্যয়নের অভাব থাকে।
  11. সমস্যার গভীরে না গিয়ে দোষ চাপানো
    সমাধানের পরিবর্তে সমস্যার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া সংস্কৃতি গড়ে ওঠে।

এই লক্ষণগুলো শুধু ব্যর্থতার ইঙ্গিতই দেয় না, বরং সমাজ কতটা স্থবির ও মেরুদণ্ডহীন হয়ে পড়েছে, তাও বোঝায়। এই সমাজে সৃজনশীলতা, যুক্তিবোধ ও মূল্যবোধকে ধ্বংস করে দেওয়া হয়।

Loading