October 5, 2025

আরামবাগ পাঠশালার চূড়ান্ত তালিকা প্রকাশে আর মাত্র কয়েক ঘণ্টা

সোমালিয়া ওয়েব নিউজঃ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামীকাল। আরামবাগ পাঠশালার তরফ থেকে জানানো হয়েছে, তাদের চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামীকাল সন্ধ্যা ৬টা নাগাদ প্রকাশিত হবে পাঠশালার অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিস বোর্ডে।

এই তালিকা শুধুমাত্র কিছু নামের সমষ্টি নয়, বরং প্রতিটি নামের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও ভবিষ্যতের স্বপ্ন। দীর্ঘ প্রাথমিক বাছাই ও ইন্টারভিউ পর্বের শেষে, শতাধিক আবেদনকারীর মধ্য থেকে নির্বাচন করা হয়েছে সেই প্রতিভাধর শিক্ষার্থীদের, যারা আগামীর UPSC, WBCS, SSC, ব্যাংক ও রেল পরীক্ষার প্রস্তুতিতে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত।

তালিকার বিশেষত্ব:

পাঠশালা কর্তৃপক্ষ জানিয়েছে, কেবলমাত্র একাডেমিক মেধা নয়, প্রার্থীদের মধ্যে থাকা দায়িত্ববোধ, শৃঙ্খলা ও শেখার প্রতি আগ্রহকেও মূল্যায়ন করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ, মক টেস্ট এবং মেন্টরশিপ সুবিধা।

বিভিন্ন ক্যাটেগরিতে নির্বাচিত প্রার্থীরা:

  • UPSC ও অন্যান্য অল ইন্ডিয়া সার্ভিস পরীক্ষার প্রস্তুতি
  • WBCS ও রাজ্য সরকারি চাকরি
  • SSC, ব্যাংকিং ও রেল চাকরি
  • Foundation Batch (উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট স্তরের শিক্ষার্থীদের জন্য)

  • ফল প্রকাশের তারিখ: ২৬ জুন, ২০২৫
  • সময়: সন্ধ্যা ৬টা
  • প্ল্যাটফর্ম: পাঠশালার অফিসিয়াল নোটিস বোর্ড ও অনলাইন পোর্টাল

পাঠশালার ডিরেক্টর সৌম্যজ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, “এই তালিকা এক নতুন অধ্যায়ের সূচনা। নির্বাচিত প্রতিটি ছাত্র-ছাত্রীকে আমরা শুধুই পড়াব না, তৈরি করব ভবিষ্যতের এক স্বপ্নপথিক— যারা সুশাসন, ন্যায় এবং জনসেবার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

তালিকা প্রকাশের পরপরই শুরু হবে পরবর্তী পর্যায়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও একাধিক প্রস্তুতিমূলক কার্যক্রম। আশাবাদী, এই ব্যাচের ছাত্রছাত্রীরা রাজ্য ও জাতীয় স্তরে নিজেদের পরিচিতি গড়ে তুলবে।

Loading