October 5, 2025

বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিজয় মোদকের ১১৯তম জন্মবার্ষিকী


সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ২৭শে জুন, হুগলী জেলার আরামবাগ লোকসভার প্রাক্তন সাংসদ ও স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব বিজয় কৃষ্ণ মোদকের ১১৯তম জন্মবার্ষিকী। ১৯০৬ সালের এই দিনেই তিনি জন্মগ্রহণ করেন চুঁচুড়ার ইমামবাজার, হুগলিতে। দেশপ্রেম, সংগ্রামী মনোভাব ও মানবকল্যাণে আত্মনিবেদনের জীবন্ত প্রতিমূর্তি ছিলেন এই বর্ষীয়ান নেতা।

কৈশোরে লেখাপড়ার পাঠ চুকিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে। ১৯২১ সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। এরপর ১৯৩০ সালের সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে তিনি ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হন। আন্দোলনের কারণে তাকে দু’বার কারাবরণ করতে হয়।

১৯২৯ এ কংগ্রেসের কর্মী হিসাবে আন্দোলনের কাজে যোগ দেন। বিভিন্ন পর্যায়ে আরামবাগে বন্যার্তদের সাহায্য, কৃষক আন্দোলন সংগঠিত করা ইত্যাদি কাজে যুক্ত হন।আরামবাগের বড়োডোঙলে এক বিরাট কর্মীসভায় আরামবাগমহকুমাবাসীদের ট্যাক্স বন্ধের আহ্বান জানান।আরামবাগে ব্যাপকভাবে খাজনা বন্ধের আন্দোলন সংগঠিত করেন। এইবছরই বলাগড়ের কোড়োলায় কংগ্রেসের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। এখানে যুব সম্মেলন থেকে একটি জেলা যুবসমিতি গঠিত হল। তার সভাপতি হলেন বিজয় মোদক। ইতিমধ্যে খাজনা বন্ধ আন্দোলনের ব্যাপারে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাঁর মতান্তর হয়। ১৯৩২এই বছরের প্রথম দিকে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে কয়েকজন বামপন্থী বন্ধুর সঙ্গে আরামবাগ ছেড়ে চলে যান।

রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বামপন্থী আদর্শের সক্রিয় কর্মী। ১৯৫৭ সালে তিনি বালাগড় বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এরপর ১৯৬৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত হুগলী লোকসভা কেন্দ্র এবং পরে ১৯৮০–১৯৮৪ পর্যন্ত আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কৃষকদের অধিকার, শ্রমজীবী মানুষের সুরক্ষা এবং শরণার্থীদের পুনর্বাসন নিয়ে নিরলস লড়াই করে গেছেন।

আজ আরামবাগ, চুঁচুড়া ও হুগলির বিভিন্ন স্থানে তাঁর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য ও স্মরণসভার আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক সংগঠন, কৃষক সংগঠন ও বামপন্থী রাজনৈতিক দলগুলির তরফে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও বক্তৃতার মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।

বিজয় মোদক প্রয়াত হন ৯ মে, ১৯৯৪ সালে। তবে আজও তাঁর আদর্শ, সংগ্রামী চেতনা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে।

Loading