সোমালিয়া ওয়েব নিউজঃ ২০১৯ সালের সন্দেশখালির তিন বিজেপি কর্মী হত্যার ঘটনায় অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেন গুপ্ত একক বেঞ্চ থেকে সোমবার এই নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তদন্ত চলবে এবং গোটা প্রক্রিয়া তদারকি করবে সংশ্লিষ্ট নিম্ন আদালত।
২০১৯ সালের ৬ জুন উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিজেপির তিন কর্মী — প্রদীপ মন্ডল, সুকান্ত মন্ডল ও তপন মন্ডল —-কে নৃশংসভাবে খুন করা হয়েছিল বলে অভিযোগ। পরিবারগুলোর দাবি, খুন করার পর মৃতদেহগুলি গোপন করে ফেলা হয়। রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন। তাঁদের অভিযোগ, তদন্ত যথাযথ হয়নি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা হয়।
মামলাটি দীর্ঘদিন ধরে আদালতে চলার পর বিচারপতি মন্তব্য করেন, “ন্যায়বিচার নিশ্চিতে নিরপেক্ষ তদন্ত অপরিহার্য।” তাই রাজ্য পুলিশের পরিবর্তে কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার নির্দেশ দেন তিনি।
রাজনৈতিক মহলে এই রায়ের তাৎপর্য গভীর। রাজ্য বিজেপি নেতৃত্ব এই সিদ্ধান্তকে “সত্যের জয়ের পথপ্রদর্শক” বলে উল্লেখ করেছে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক