October 5, 2025

বাঙালি বিজ্ঞানীর বিশ্বজয় – পার্কিন পুরস্কারে ভূষিত অধ্যাপক শুভব্রত সেন


সোমালিয়া ওয়েব নিউজঃ আন্তর্জাতিক সম্মান বাঙালির ঘরে। শিবনাদার বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও প্রখ্যাত রসায়নবিদ শুভব্রত সেন এবং তাঁর গবেষক দল রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির (Royal Society of Chemistry) মর্যাদাপূর্ণ পার্কিন পুরস্কার (Perkin Prize)-এ ভূষিত হচ্ছেন। এই প্রথম কোনও ভারতীয় গবেষক দল এই গৌরবময় আন্তর্জাতিক সম্মান অর্জন করলেন।

এই সম্মান তাঁদের প্রদান করা হচ্ছে অধ্যাপক সেন আবিষ্কৃত এক অভিনব প্রযুক্তি AEE (Alternate Electrode Electrolysis)-এর জন্য। রসায়নের জগতে যা এক যুগান্তকারী আবিষ্কার হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে। বিকল্প বৈদ্যুতিক ইলেকট্রোলিসিস পদ্ধতির মাধ্যমে পরিবেশবান্ধব ও কম খরচে জটিল জৈব যৌগ প্রস্তুত করার পথ সুগম হয়েছে এই প্রযুক্তিতে।

এই পুরস্কার রসায়নবিদ্যার অন্যতম পথিকৃৎ স্যার উইলিয়াম হেনরি পার্কিন-এর নামে প্রবর্তিত, যাঁর আবিষ্কার আজও আধুনিক রসায়নের ভিত্তিপ্রস্তর। সেই ঐতিহ্যবাহী পুরস্কার ভারতীয় বিজ্ঞানীদের হাতে তুলে দেওয়া নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয়।

অধ্যাপক সেন বর্তমানে উত্তরপ্রদেশের দাদরির শিবনাদার বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হিসেবে নিযুক্ত। তবে তাঁর শিকড় কলকাতার শ্যামবাজারে। আজও তাঁর আত্মীয়স্বজন এবং বহু প্রাক্তন ছাত্রছাত্রী গর্বের সঙ্গে স্মরণ করেন এক অধ্যাবসায়ী, নিরহঙ্কার বিজ্ঞানীর কথা।

রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্টজন এই সম্মানে অধ্যাপক সেনকে অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এক বার্তায় বলেছেন, “এই সম্মান বাংলার বিজ্ঞান পরম্পরার গৌরব। অধ্যাপক সেন এবং তাঁর টিমকে জানাই আন্তরিক শুভেচ্ছা।”

ভারতীয় বিজ্ঞান সমাজের মতে, এই সম্মান ভবিষ্যতের তরুণ গবেষকদের বিজ্ঞানচর্চায় উৎসাহ যোগাবে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবদান আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে,গর্বিত শ্যামবাজার, গর্বিত বাংলা।

Loading