October 5, 2025

দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ : দূষণ রোধে ঐতিহাসিক পদক্ষেপ


সোমালিয়া ওয়েব নিউজঃ দূষণের বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে আজ থেকে শুরু হল কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর পরিকল্পনা। দেশের ইতিহাসে এই প্রথম, দিল্লির আকাশে কৃত্রিম মেঘ সিঞ্চনের (Cloud Seeding) মাধ্যমে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে, যার উদ্দেশ্য—বায়ু দূষণ হ্রাস এবং নাগরিকদের শ্বাস নেওয়ার মতো নির্মল পরিবেশ নিশ্চিত করা।

এই উচ্চ প্রযুক্তির প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে IIT কানপুরভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) পুনে। প্রথম ধাপে এটি প্রয়োগ করা হবে প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে।

এই প্রক্রিয়ায় বিমান থেকে আকাশের মেঘে সিলভার আয়োডাইড (Silver Iodide) নামক রাসায়নিক ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে মেঘের জল কণাগুলি ঘনীভূত হয়ে বর্ষণ ঘটাবে। এই প্রযুক্তিটি মূলত ‘ক্লাউড সিডিং’ নামে পরিচিত এবং বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই সফলভাবে প্রয়োগ হয়েছে।

পরিবেশবিদদের মতে, দিল্লির বায়ু মান বছরের অধিকাংশ সময়ই ‘অতিমাত্রায় দূষিত’ অবস্থায় থাকে। কৃত্রিম বৃষ্টির মাধ্যমে বাতাসে ভেসে থাকা ক্ষতিকর কণাগুলি মাটিতে নেমে আসবে, ফলে বায়ুর গুণমানের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগটি চলবে ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত। প্রকল্পের সফলতা নির্ভর করবে মেঘের উপস্থিতি ও আবহাওয়ার অনুকূলতার উপর। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করে ডেটা সংগ্রহের কাজ শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ শুধু দিল্লির জন্য নয়, গোটা দেশের পরিবেশ নীতির দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বায়ু দূষণের মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি হতে পারে এক কার্যকরী সমাধান।

Loading