সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ১০ জুলাই। বাংলা ও ভারতের শিক্ষাক্ষেত্রের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে আছে এক মহান গণিতজ্ঞের জন্মদিন হিসেবে। তিনি কেশবচন্দ্র নাগ — যার নাম উচ্চারণ করলেই একসময়ের ছাত্রছাত্রীদের মনে ভেসে ওঠে “নাগের অঙ্ক” নামে জনপ্রিয় সেই বইটির কথা, যা একাধারে ছিল কঠিন অঙ্কের সহজ পাঠ এবং গণিতভীতির চিরস্থায়ী সমাধান।
১৮৯৩ সালের এই দিনে নদীয়া জেলার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন কেশবচন্দ্র নাগ। তাঁর জন্ম হলেও পরিবেশ ছিল অত্যন্ত নিরস ও অনাড়ম্বর, কিন্তু তার মধ্যেই অঙ্কের প্রতি তাঁর অসম্ভব আগ্রহ ও গভীর নিষ্ঠা তাঁকে গড়ে তোলে একজন অসাধারণ শিক্ষক এবং লেখক হিসেবে।
বাংলার ছাত্রজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কেশবচন্দ্র নাগের লেখা বইগুলি, বিশেষত ‘নাগ ম্যাথমেটিক্স’ সিরিজ, আজও বহু শিক্ষার্থীর অঙ্ক শেখার প্রথম পাঠ। সহজ ভাষায় কঠিন সমস্যার সমাধান, বাস্তব উদাহরণের মাধ্যমে গাণিতিক ধারণাকে বোধগম্য করে তোলার ক্ষমতা তাঁর বইগুলিকে করেছিল যুগান্তকারী।
কেশবচন্দ্র নাগ শুধু লেখক নন, ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বহু মেধাবী শিক্ষার্থীর মধ্যে গণিতের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলেন। তাঁর শিক্ষা ছিল যুক্তিভিত্তিক, মৌলিক, এবং সর্বদা ছাত্রকেন্দ্রিক।
যদিও সময় অনেক এগিয়ে গেছে, নতুন পাঠ্যক্রম ও পদ্ধতির আবির্ভাব হয়েছে, তবুও আজকের দিনে দাঁড়িয়েও কেশবচন্দ্র নাগের বইগুলোর প্রাসঙ্গিকতা অনস্বীকার্য। তিনি যেন বাংলা গণিতশিক্ষার এক অবিচ্ছেদ্য অধ্যায়, যার অবদান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরিতে আজও অনুপ্রেরণা দেয়।
কেশবচন্দ্র নাগ ছিলেন এক নিঃস্বার্থ জ্ঞানদাতা, যাঁর হাতে গণিতের জটিল ধাঁধাও হয়ে উঠত সরল, বোধগম্য ও আনন্দদায়ক। তাঁর জন্মদিনে তাঁকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক