October 6, 2025

আজ গুরু পূর্ণিমা — জ্ঞানের আলোয় গুরুর প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ শ্রাবণ মাসের পূর্ণিমা, সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা — জ্ঞান, শ্রদ্ধা ও আত্মিক সম্পর্কের এক ঐতিহ্যবাহী উৎসব। শিক্ষাগুরু হোন বা আধ্যাত্মিক দিশারী — এই দিনটি উৎসর্গ করা হয় তাঁদের, যাঁরা আমাদের জীবনে আলোর পথ দেখিয়েছেন।


হিন্দু শাস্ত্র অনুযায়ী, গুরু পূর্ণিমা পালিত হয় মহর্ষি বেদব্যাসের জন্মতিথিতে। তিনি বেদ ও পুরাণ সংকলনের মাধ্যমে ভারতীয় জ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাই তাঁকে ‘আদি গুরু’ বলে মানা হয় এবং এই দিনটি পরিচিত ‘ব্যাস পূর্ণিমা’ নামেও।


আজ রাজ্য জুড়ে বহু স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। ছাত্রছাত্রীরা পায়ে প্রণাম করে তাঁদের শিক্ষকদের, তুলে দেয় ফুল ও উপহার। কোথাও কোথাও আয়োজিত হয়েছে গানের, আবৃত্তির ও বক্তৃতার আসর।


আসাম বঙ্গীয় সারস্বত মঠ, বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন, যোগ আশ্রম ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও আজ বিশেষ পূজা, হোমযজ্ঞ, ও গুরুবন্দনার মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। আশ্রমবাসীরা গুরুর কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন — জীবনধর্ম ও আত্মজ্ঞান লাভের উদ্দেশ্যে।


শুধু ধর্মেই নয়, বাংলা সংস্কৃতিতেও গুরুর স্থান সর্বোচ্চ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সংগীতগুরু, নৃত্যগুরু, নাট্যগুরু — বাঙালির প্রতিটি শিল্প ও চিন্তাধারায় গুরুতত্ত্ব একটি অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি সেই শ্রদ্ধা ও প্রেমের প্রতীক হয়ে ওঠে।


গুরু পূর্ণিমা শুধুই একটি ধর্মীয় বা আচারগত উৎসব নয় — এটি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ, আমাদের মূলভিত্তির কাছে ফিরে যাওয়ার সময়। একটিবারের জন্য হলেও আজ আমরা ফিরে তাকাই সেই মানুষগুলোর দিকে, যাঁদের কারণে আমাদের জীবন নতুন আকার পেয়েছে।

Loading