সোমালিয়া ওয়েব নিউজঃ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-তে প্রযুক্তির ছোঁয়া এনে সম্প্রতি চালু করা হয়েছে অত্যাধুনিক NDM-6 মডেলের ডিজেল হাইড্রোলিক (DSL) লোকোমোটিভ। দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত এই লোকো তিনটি কোচ নিয়ে সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন করেছে।
এর আগে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আপহিল ট্রায়াল রানও সমানভাবে সফল হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে।
এই অত্যাধুনিক ডিজেল লোকোমোটিভ চালুর মূল উদ্দেশ্য পাহাড়ি রুটে নিরাপদ, টেকসই ও কার্যকরী রেল পরিষেবা নিশ্চিত করা। পাশাপাশি, পর্যটকদের আরামদায়ক যাত্রা ও অপারেশনাল কর্মদক্ষতা বাড়ানোও লক্ষ্য। মনোরম পাহাড়ি পরিবেশে যাত্রী নিরাপত্তা ও পরিবেশ বান্ধব চলাচলকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা করা হয়েছে এই রেল ইঞ্জিন।
রেল সূত্রে আরও জানা গেছে, অতিরিক্ত দু’টি NDM-6 মডেলের ডিজেল লোকো সংগ্রহের প্রক্রিয়া চলছে এবং সেগুলিও খুব শীঘ্রই DHR-এর রুটে যুক্ত করা হবে।
উল্লেখ্য, ব্রিটিশ আমলে নির্মিত এই রেলপথ ঐতিহাসিক ও পর্যটন দৃষ্টিকোণ থেকে বিশ্বজুড়ে পরিচিত। আধুনিকীকরণের এই ধারা সেই ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির যুগপৎ মেলবন্ধন ঘটাবে বলেই আশাবাদী রেল আধিকারিকরা।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক