সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে সেচ কর আদায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের প্রশাসনিক কাজে যুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে যে ৯টি রাজস্ব বিভাগ সেচ কর আদায়ের দায়িত্বে ছিল, সেগুলির ১০ জন রেভিনিউ অফিসার এবং ২২ জন অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসারকে অন্যত্র বদলি করা হচ্ছে।
সেচ দফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ভূমি রাজস্ব ও কর্মীবর্গ দফতরে এই আধিকারিকদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক পদ দীর্ঘদিন ফাঁকা থাকলেও, বর্তমানে কর্মরত আধিকারিকদের সুষ্ঠুভাবে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত।
সূত্রের আরও দাবি, রাজ্য অর্থ দফতরের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন আসার পরেই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে করে রাজস্ব আদায় বন্ধ হয়ে যাওয়ার পর যে প্রশাসনিক অসামঞ্জস্য দেখা দিতে পারত, তা এড়ানো যাবে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সেচ কর আদায় নিয়ে কৃষক মহলে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। সেই প্রেক্ষিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলেই দেখছেন অনেক কৃষক ও কৃষক সংগঠন।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক