October 6, 2025

করোনার টিকাকরন নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত কানাইপুর

সোমালিয়া সংবাদ, কোন্নগর: রবিবার কোন্নগর কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে করোনার ভ্যাক্সিনেশন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় । এদিন ছিল পঞ্চায়েত, জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পুলিশকর্মীদের টিকাকরণ । কিন্তু অভিযোগ উঠেছে, কানাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তাঁর নিজের লোকেদের টিকার ব্যবস্থা করে দেবার জন্য প্রভাবিত করছেন। এ ব্যাপারে কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব বলেন, এদিন জনপ্রতিনিধিদের এবং পুলিশকর্মীদের টিকাকরণের কথা। কিন্তু অভিযোগ উঠছে, স্থানীয় নাগরিকরাও এখানে এসেছেন । সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি এ ব্যাপারে টিকাকরণ কেন্দ্রের ভিতর ঢুকে নিজের প্রভাব খাটাচ্ছেন কিনা । আচ্ছালাল যাদব বলেন, উনি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি। উনি ভেতরে যেতেই পারেন, তবে যে অভিযোগ উঠছে প্রভাব খাটানোর ব্যাপারে সে ব্যাপারটা আমি বলতে পারবো না। যদি হয় সেটা কিন্তু ঠিক নয় । অন্যদিকে এ ব্যাপারে অভিযোগের তির যাঁর দিকে সেই উত্তরপাড়া-শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্য্য বলেন, সম্পূর্ণ বাজে কথা। এখানকার পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন। কোথাও কোন গন্ডগোল নেই। আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখানে ব্লক মেডিক্যাল অফিসার আছেন। তিনি যথেষ্ট বিজ্ঞ মানুষ । তাঁর সামনে টিকাকরণ হচ্ছে। অতএব আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সঠিক নয়। তবে নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার সরাসরি সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, সমিতির সভাপতি যেখানেই যান সেখানেই অশান্তির সৃষ্টি করেন।

Loading